শনিবার ৬টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ফল ঘোষণা হবে। তারপরেই ২৫ নভেম্বর
তৃণমূলের (TMC) জাতীয় কার্যনির্বাহী কমিটির একটি বৈঠক (TMC Working Committee Meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেল ৪টে থেকে কালীঘাটে নিজের বাসভবনে বৈঠকের ডাক দিয়েছেন নেত্রী। তাতে যোগ দেওয়ার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Bannerjee)।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের সাংসদ (লোকসভা এবং বিধানসভা), বিধায়কদের হাজির থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে দলের বহু 'প্রতীক্ষিত' সাংগঠনিক পরিবর্তন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য কৌশল এবং বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ দলের অন্যান্য শীর্ষ স্তরের নেতা নেত্রীরা এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর আবাসে উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে, এই বৈঠকের পরেই তৃণমূলের সাংগঠনিক রদবদল হতে চলেছে। ইতিমধ্যেই নাকি রদবদলের একটি তালিকা প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছেন 'ভাইপো'। সোমের বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রথম দিনের অধিবেশনে সাধারণত শোকপ্রস্তাব পাঠ হয়। এদিন বিকেলেই নিজের বাড়িতে সাংসদ এবং বিধায়কদের নিয়ে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন দলের সুপ্রিমো। উল্লেখ্য, এদিন থেকেই সংসদের শীতকালীন অধিবেশনও শুরু হচ্ছে। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।