কলকাতা, ২৭ এপ্রিল: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। তাই এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নবান্নের (Nabanna) রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই তিনি বলেন, "স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।"
প্রচণ্ড গরমের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই দাবি উঠছিল। প্রশাসনিক স্তরেও এনিয়ে আলোচনা চলছিল। প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনা হবে বলে মঙ্গলবার বিকাশ ভবনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরও পড়ুন: Mamata Banerjee: 'বাংলায় আইনশৃঙ্খলার অবস্থা ভালই, সাংবাদিকরা কাজে বাধা পান না রাজ্যে'
West Bengal | Due to the searing summer and heatwave, the summer vacation has been announced early in the state. Government and private schools to go for summer vacation from 2nd May.
— ANI (@ANI) April 27, 2022
সোমবার শিক্ষা দফতর জানিয়েছিল, গরমের কারণে সব স্তরের স্কুলে সকালে ক্লাস শুরু করতে হবে। গরম থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে তাদের। তবে এবার আর সেটা করতে হল না, একেবারে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।