Photo Source: ANI Twitter

কলকাতা, ৩০ মার্চ: করোনা মোকাবিলায় কতটা তৈরি জেলা। সেটা নিয়ে সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য়মে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বৈঠকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকদের ধমক দিলেন মুখ্য়মন্ত্রী। করোনা মোকাবিলায় এই তিন জেলাশাসকদের কাজে একেবারেই অখুশি তিনি।

পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল চত্বরেই তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। যা শুনেই ক্ষেপে যান মুখ্য়মন্ত্রী। এতে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলেও আশঙ্কা করলেন মমতা। তিনি বলেন, মেদিনীপুর হাসপাতালে জায়গা খুব কম। ওখানেই আইসোলেশন বেড তৈরি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আয়ুষ হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব বেড পেতে আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দিলেন। তিনি আরও বলেন, অল্পের মধ্যে দায়সারা ভাবে কাজ করলে একজন রোগী থেকে চিকিৎসক এবং নার্সদেরও সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা থাকবে। আরও পড়ুন: Corona Hospitals: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ২২ জেলায় ২২ টি করোনা হাসপাতাল তৈরির ঘোষণা রাজ্য সরকারের

এই একই ইঙ্গিতে ঝাড়গ্রামের জেলাশাসককেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইসোলেশন ওয়ার্ড আলাদা ভাবে তৈরি করতে হবে। বিকল্প ব্যবস্থা হিসেবে বিস্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ ও সেন্ট জোসেফ হাসপাতালের কথা বলেন মুখ্যসচিব রাজীব সিনহা। সেখানেই আইসোলেশন ওয়ার্ড তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার নেই শুনে ফের ধমক দেন মমতা।

দক্ষিণ দিনাজপুরে প্রায় ২ হাজার শ্রমিক অন্যান্য রাজ্য থেকে এই জেলায় প্রবেশ করেছেন। কেন্দ্রের নির্দেশে লকডাউন স্বত্ত্বেও কীভাবে অতজন শ্রমিক ঢুকল ওই রাজ্যে। সেটা নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা ব্য়ানার্জি।