পরিবারের সদস্যদের দফায় দফায় জেরার পর অবশেষে পুলিশের জালে পানাগড় (Panagarh) দুর্ঘটনার প্রধান অভিযুক্ত বাবলু যাদব (Bablu Yadav)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আসানসোলের নিঘা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর কাঁকসা থানায় নিয়ে আসেন পুলিশরা। সম্ভবত আজই অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশসূত্রে খবর, ঘটনার দিন চালকের আসনে এই বাবলুই ছিলেন। এমনকী এও অভিযোগ উঠছে যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Sutandra Chatterjee) গাড়িতে বেশ কয়েকবার ধাক্কায় মেরেছিলেন বাবলু। আর সেই কারণেই পানাগড়ের রাইসমিল রোডে দুর্ঘটনাটি ঘটে।

বাবলুকে জেরা করবে পুলিশ

যদিও এই ঘটনায় চারদিন পর বাবলু গ্রেফতার হলেও তাঁর গাড়িতে থাকা বাকি যুবকদের কেন গ্রেফতার করা হল না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। যদিও পুলিশের দাবি, বাবলুকে জেরা করেই বাকিদেরও হদিশ মিলবে। যদিও ঘটনার দিন বাবলু ও তাঁর সঙ্গীরা মদ্যপ ছিলেন কিনা এবং নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে উত্তক্ত করার চেষ্টা করছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এলাকায় প্রভাবশালী ছিলেন বাবলু যাদব

জানা যাচ্ছে, পেশায় বাবলু একজন ব্যবসায়ী। গাড়ির যন্ত্রাংশ বিক্রি করতেন পানাগড়ের কাওয়ারি বাজারে। ওই এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন। বাবলুর আদি বাড়ি উত্তরপ্রদেশে হলেও দুই দশক আগে সেখান থেকে পানাগড়ে চলে এসেছিল তাঁর ঠাকুরদা। তারপর থেকে সবকিছু এরাজ্যেই। বছর আটেক আগে বাবলু নিজের ব্যবসা শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই প্রতিপত্তি তৈরি করেন তিনি। সম্প্রতি তাঁর দোকানের এক কর্মী আহত হয়েছিলেন। এদিন তাঁকে দেখতেই বর্ধমান মেডিকেল কলেজে গিয়েছিল বাবলু ও তাঁর সহকর্মীরা। ফেরার পথেই এই কাণ্ড ঘটিয়ে বসান তিনি।