
রাজ্য পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় পানাগড় (Panagarh) দুর্ঘটনায় মৃত্যু হওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পরিবার। আর সেই কারণেই এবার হাইকোর্টের দারস্থ হলেন মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানি শুরু হওয়ার কথা আদালতে। আসলে এই মামলায় রাজ্য পুলিশের তরফ থেকে ইভনিজিংয়ের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। তবে সুতন্দ্রার মা এখনও মনে করেন ইভটিজিং থেকে পালানোর জন্যই গাড়ির গতি বাড়িয়েঠিল মেয়ে।
সুতন্দ্রার গাড়ির চালকের বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি
এদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু যাদবকে গত সপ্তাহতেই কাঁকসা পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, এই বাবলুর গাড়ির সঙ্গেই রেষারেষি করার সময় দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রার গাড়ি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলেন। অবশেষে আসানসোল থেকে গ্রেফতার করা ব. তাঁকে। অন্যদিকে সুতন্দ্রার গাড়ির চালক রাজেশ শর্মাও গ্রেফতার হয়েছে। তাঁর বয়ানে আবার একাধিক অসঙ্গতি রয়েছে। তবে রাজেশ ও সুতন্দ্রার সঙ্গীদের বক্তব্য ছিল, বাবুল ও তাঁর বন্ধুরা ইভনিজিং করার চেষ্টা করেছিল। সেই কারণেই গাড়ির গতি বাড়ানো হয়েছিল।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি পানগড় থেকে চনন্দনগরে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সুতন্দ্রা। তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার হওয়ার পাশাপাশি একজন নৃত্যশিল্পীও। গাড়িতে তিনি ছাড়াও সহকর্মীরা ছিলেন। অভিযোগ, তাঁর গাড়িকে ধাওয়া করে বাবলু যাদবের গাড়ি। এমনকী অভিযুক্তরা বেশ কয়েকবার সুতন্দ্রার গাড়িতে ধাক্কাও মারে। গাড়িতে বাবুলর পাশাপাশি তাঁর বন্ধুরাও ছিলেন। এইসবে মাঝে সুতন্দ্রার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল।