নবান্নর বিজ্ঞপ্তি ও মাদ্রাসা (Photo: WB Gov)

কলকাতা, ৭ মার্চ: মাদ্রাসা (Madrasah) শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতনবৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন (Nabanna)। এমএসকে (MSK), এসএসকে (SSK) কর্মীদের বেতন বাড়ল গড়ে মাইনে বেড়েছে ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা। আজই সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর তা দেখেই খুশি রাজ্যের মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। পয়লা এপ্রিল, ২০১৯ থেকে কার্যকর হচ্ছে নয়া বেতন কাঠামো। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে মাদ্রাসা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে৷

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, এখন মাদ্রাসার গ্রুপ ডি কর্মীর ন্যূনতম বেতন ৫,৬৫৬ টাকা। সেটাই বেড়ে হল ৯ হাজার টাকা। মুখ্য সম্প্রসারকদের ন্যূনতম বেতন ছিল ১০,৪২১ টাকা। সেটাই বেড়ে হয়েছে ১৪,০০০। নতুন বছর থেকে লাগু হয়েছে ষষ্ঠ বেতন কমিশন। সেই অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা। শনিবার এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করল নবান্ন৷ আরও পড়ুন: Youth Died After Fall From Running Train: ট্রেনের কামরায় জিনিস রাখা নিয়ে দুই হকারের মারমারি, ধাক্কাধাক্কিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

মাদ্রাসা স্কুলগুলির মুখ্য সম্প্রসারক-সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি স্টাফদের বেতন বৃদ্ধির বিষয়টি বেশ কিছুদিন ধরেই রাজ্য সরকারের মাইনরিটি অ্যাফেসার্স এবং মাদ্রাসা এডুকেশন দফতরের নজরে ছিল৷ শুক্রবার মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (সিনিয়র মাদ্রাসা) এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক পদের কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷