Youth Died After Fall From Running Train: ট্রেনের কামরায় জিনিস রাখা নিয়ে দুই হকারের মারমারি, ধাক্কাধাক্কিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
ছবিটি প্রতীকী

বালি, ৭ মার্চ: ট্রেনের কামরায় জিনিস রাখা নিয়ে হকারদের (hawker) মধ্যে মারমারি। তার জেরে প্রাণ গেল এক যুবকের। বালি (Bali) ও উত্তরপাড়া (Uttarpara) স্টেশনের মাঝে চলন্ত ট্রেন (Running Train) থেকে পড়ে মৃত্যু হল বীরভূমের (Birbhum) বাসিন্দা এক কলেজ ছাত্রের। রাতেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পালানোর সময় ব্যান্ডেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল দুপুর ৩টে ২৫-র হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে বীরভূমের নলহাটির বাড়িতে ফিরছিলেন কলেজ পড়ুয়া শুভ্রজ্যোতি পাল। বঙ্গবাসী কলেজের প্রথম বর্ষের পড়ুয়া তিনি। অভিযোগ, ট্রেনের কামরায় জিনিস রাখা নিয়ে হকারদের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেধে যায়। তার মাঝে পড়ে যান ওই কলেজ পড়ুয়া। ঠেলাঠেলির সময়, ধাক্কা লাগায় বছর কুড়ির ওই তরুণ হাওড়ার বালি ও হুগলির উত্তরপাড়া স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান বলে অভিযোগ। পরে বেলুড় জিআরপি তাঁর মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আরও পড়ুন: Kolkata: ঋতুমতী হওয়ায় শৌচাগারে যেতে বাধা উত্তর কলকাতার প্রেক্ষাগৃহে

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ২ হকারকে। কলকাতার কলেজে পড়তে এসে ছেলের এই পরিণতি হবে ভাবতেও পারেনি শুভ্রজ্যোতির পরিবার। যুবকের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।