Mamata Banerjee On Durga Puja (Photo Credit: FB)

বিগত কয়েকবছর ধরেই মহালয়ার আগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবারেও তার অন্যথা হচ্ছে না। মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করতে চলেছেন তিনি। দশনার্থীদের জন্য খুলে যাবে একাধিক বিগ বাজেটের পুজো। যার ফলে আগামী ২ দিনের মধ্যেই জনতার ঢল নামবে রাস্তায়। রাত জেগে শুরু হবে প্যাণ্ডেল হপিং। আলোর রোশনাইয়ে রঙিন হয়ে উঠবে শহর কলকাতার রাজপথ। যদিও পিতৃপক্ষের অবসানের আগে প্যাণ্ডেল উদ্বোধনের বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মমতাকে আক্রমণ শুভেন্দুর

তিনি এদিন বলেন, “এভাবে হিন্দু ঐতিহ্যের ওপর আঘাত করা হচ্ছে। আজ পিতৃপক্ষের শেষ দিন। কোনও শুভে কাজ এই সময় করা উচিত নয়। তিনি বুঝতে পারছেন যে নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি। রাজ্যের সংখ্যালঘু ভোটাররা অসন্তুষ্ট। রাজ্যবাসীকে স্বাস্থ্য, শিক্ষা কোনও পরিষেবাই দিতে পারেনি। কর্মসংস্থান দিতেও ব্যর্থ তাঁর সরকার। তাই সে এখন ধর্ম নিয়ে খেলছে। উনি হিন্দু উৎসবকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবর্তন করতে চাইছেন। যেটা একেবারেই অনুচিত কাজ”।

দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য

রবিবার মহালয়া

আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে মাতৃপক্ষের। কাল থেকেই একাধিক মণ্ডপের দরজা জনসাধারণের জন্য খুলে যাচ্ছে। যার ফলে আগামীকাল থেকেই জনস্ত্রোত দেখা যেতে পারে শহরের বিভিন্ন প্রান্তে। ফলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হবে বিভিন্ন জায়গায়।