MLA Bayron Biswas Joins TMC: সাগরদিঘির বিধায়কের হাত ছাড়া হওয়া নিয়ে যাবতীয় জল্পনার শেষ। রাজ্য বিধানসভায় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি সাগরদিঘির বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মাত্র তিন মাসের মধ্যেই সাগরদিঘি পুনরুদ্ধার করল রাজ্যের শাসক দল। অভিষেক ব্যানার্জির নব জোয়ার যাত্রার সভায় গিয়ে তৃণমূলে যোগ দিলেন বাইরন। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি হওয়া সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন বাইরন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছিলেন বিড়ি ব্যারন।
বিড়ি ব্যবসায়ী থেকে ঝড় তুলে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে বিধায়ক হওয়া বাইরন তৃণমূলের দিকে এক পা বাড়িয়ে ছিলেন বলে খবর শোনা যাচ্ছিল। তৃণমূল টিকিট পাওয়া সম্ভব নয় বলেই তিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন বলে দাবি উঠছিল। কোনও ফর্মুলায় সাগরদিঘির বিধায়ককে দলে নিল তৃণমূল তা এখনও বোঝা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে বাইরনকে দলীয় সংগঠন ও মুর্শিদাবাদের উন্নয়নে কাজে লাগাতে চায় তৃণমূল। আরও পড়ুন-বাসের মধ্যে মহিলার সঙ্গে অশ্লীলতা, হস্তমৈথুন যাত্রীর, ভিডিয়ো ভাইরাল মুহূর্তে
ক মাস আগেই সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে খুব কথা হয়েছিল। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্য়ুতে খালি হওয়া সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সাগরদিঘিতে জিতে রাজ্য বিধানসভায় খাতা খুলেছিল কংগ্রেস। ২০২১ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট গড়ে লড়ে কংগ্রেস একটা আসনেও জিততে পারেনি। সাগরদিঘিতে উপনির্বাচনে হারের পর রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে চিন্তার ভাঁজ পড়েছিল। ২০২১ বিধানসভায় বড় জয়ের পর সাগরদিঘি হারটাই ছিল তৃণমূলের কাছে সবচেয়ে বড় কাঁটার মত।
দেখুন টুইট
The Wait is Finally Over. Lone Congress MLA of Sagardighi, Bayron Biswas joins @AITCofficial in presence of Abhishek Banerjee amidst Nabo Jowar Jatra.
Huge Blow to Congress & Adhir Chowdhury in Murshidabad. pic.twitter.com/bmjGTBqaTH
— The Enigmous (@_TheEnigmous) May 29, 2023
বাইরনের তৃণমূলে যোগ নিশ্চিতভাবেই ধাক্কা দেবে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে। বাইরনকে জেতানোর জন্য কম চেষ্টা করেননি অধীর। রাজনীতিতে অনভিজ্ঞ বাইরনকে দলকে রাজি করিয়ে অধীরই প্রার্থী করান. তারপর বামেদের সঙ্গে কথা বলে তাদের প্রার্থী না দিয়ে জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের বাইরনকে তুলে ধরেন অধীর। বাইরন নিশ্চিতভাবে জিতবেন সেটা সবার আগে, সবচেয়ে জোরে তিনিই বলেছিলেন। সাগরদিঘির বাইরনের জয়ে অধীর হয়ে গিয়েছিলেন নেপথ্য নায়ক। তবে এবার বামেদের কাছে নিশ্চিতভাবেই কথা শুনতে হবে তাঁকে। বামেরা সাগরদিঘিতে আত্মত্য়াগ করে বাইরনকে সমর্থন করলেও, তিনিই পরে তৃণমূলে যোগ দিলেন।
২০২৩ সাগরদিঘি বিধানসভার ফল
বাইরন বিশ্বাস (কংগ্রেস)- ৮৭, ৬৭৭
দেবাশীয় বন্দ্য়োপাধ্যায় (তৃণমূল)- ৬৪,৬৮১
দিলীপ সাহা (বিজেপি)- ২৫.১৮৫
নোটা- ১৩৩৭
বাইরন বিশ্বাস (কংগ্রেস) জয়ী ২২৯৯৬ ভোটে