![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/10/27-1-1-380x214.jpg)
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলে লোকসভার এথিক্স কমিটির কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। সেই মর্মে আজ বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির সামনে নিজের বয়ান রেকর্ড করলেন নিশিকান্ত। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্যে তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছেন লোকসভার এথিক্স কমিটি (Ethics Committee of Lok Sabha)।
টুইট পালটা টুইট নিয়ে একে অপরের বিরুদ্ধে বিষ উগড়ে চলেছেন দুই বিরোধী সাংসদ। একদিকে নিশিকান্তের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগ। অন্যদিকে অর্থের বিনিময়ে মহুয়ার সাংসদে প্রশ্ন তোলা নিয়ে অভিযোগ। সব মিলিয়ে দুই পক্ষই রণংদেহি রূপ ধারণ করেছে। এরই মাঝে আজ লোকসভার এথিক্স কমিটির সামনে নিজের বয়ান রেকর্ড করেছে নিশিকান্ত। কেবল তিনি নন, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইও এথিক্স কমিটির সামনে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেছেন।
নিশিকান্তের বিরুদ্ধে কয়েক মাস আগেই ডিগ্রি জালের অভিযোগ তুলেছিলেন মহুয়া (Mahua Moitra)। গতকালই নিশিকান্ত দুবে মহুয়াকে খোঁচা দিয়ে টুইট করে বলেন, টাকার বিনিময়ে দেশকে বেচে দিয়েছেন ডিগ্রিধারীরা। তাঁর আরও সংযোজন, 'এখানে প্রশ্ন আদানি গ্রুপ বা ডিগ্রি চুরি নিয়ে নয়। বরং মহুয়া টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কিনা তা নিয়ে। প্রশ্ন হচ্ছে সংসদের মর্যাদা, ভারতের নিরাপত্তা এবং অভিযুক্ত সাংসদের মালিকানা, দুর্নীতি ও অপরাধপ্রবণতা নিয়ে। ডিগ্রিধারীরা টাকার বিনিময়ে দেশকে বেচে দিচ্ছেন। টাকার জন্যে নিজের বিবেক বিক্রি করেছেন তৃণমূল সাংসদ'।