কলকাতা, ১৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) সংক্রমণ রুখতে রাজ্যের সব আধার কেন্দ্র (Aadhar Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের (Home Department) নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশে এক জায়গায় অনেক মানুষের জমায়েত আটকানোর কথা বলা হয়েছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত আধার কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১৭৪ জন এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ জন।
অন্যদিকে, আজ বিকেল ৫ টায় নবান্ন সভাঘরে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে কলকাতার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়াগনোসিস সেন্টার সবাইকে় উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও পড়ুন: Mamata Banerjee: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে মমতা ব্যানার্জি
এর আগে স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। কিন্তু দেশজুড়ে যেভাবে বাড়ছে করোনার প্রকোপ। সেক্ষেত্রে বেসরকারি চিকিৎসকদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা জরুরি বলে মনে করছেন মমতা ব্যানার্জি। করোনা মোকাবিলায় আগেভাগেই সমস্তরকম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিচ্ছে নবান্ন।
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজরহাট-সহ কলকাতার একাধিক জায়গায় তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিটি আইসোলেশন ওয়ার্ডেই রয়েছে ছয় সদস্যের মেডিকেল টিম। এছাড়াও রয়েছেন শিশুরোগ, ফুসফুস, মেডিসিন, ইএনটি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। থাকবেন মাইক্রোবায়োলজিস্টও। মেডিক্যাল কলেজে আলাদা করে ফিভার ক্লিনিক করা