কলকাতা, ৮ এপ্রিলঃ ভারতের প্রথম মেট্রো ছুটেছিল কলকাতা শহরে। এবার সেই কলকাতা মেট্রোরেলের মুকুটে নয়া পালক জুড়তে চলেছে খুব শীঘ্রই। কলকাতায় এবার জলের তোলা দিয়ে ছুটবে মেট্রো। এতো দিন কেবল অপেক্ষায় দিন গুনছিল তিলোত্তমাবাসী। এবার তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলছে খুব শীঘ্রই।
দেশের প্রথম জলের তলায় মেট্রো ছোটাতে চলেছে কলকাতা। গঙ্গার নিচে জোড়া সুরঙ্গ বরাবর চলচল করবে মেট্রো। শুরুতে জল্পনা ছিল আগামী রবিবার ৯ এপ্রিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে মেট্রোর ট্রায়াল রান হবে। কিন্তু শুক্রবার মেট্রো রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় রবিবার কোন ট্রায়াল হচ্ছে না।
জলের নিচে জোড়া মেট্রো টানেল গুলো ৫২০ মিটার গভীরতায় তৈরি করা হয়েছে। সেই বিচারে হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। যা মাটি থেকে ৩৩ মিটার গভীরে অবস্থিত।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বাংলা নববর্ষের আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে জলের তলার মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হবে। এবং আশা করা যাচ্ছে, আগামী কিছু মাসের মধ্যেই পাকাপাকি ভাবে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে ছুটবে মেট্রো রেল।