প্রতি বছরের মত এবারও আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে কলকাতা পুলিশের তরফে কলকাতা পুলিশ পুজো গাইড ২০২৫ প্রকাশ করেছে। কলকাতায় আজ আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতার নগরপাল মনোজ ভার্মা কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই পুজো গাইড এর উন্মোচন করেন।বাংলা ও ইংরেজিতে প্রকাশিত এইপুজো গাইড কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকার বিভিন্ন পুজো সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে।এর পাশাপাশি বাচ্চাদের নিরাপত্তার জন্য অন্যান্যবারের মত পুজো আইডি ব্যাচের ও উদ্বোধন করেন তিনি। তবে এবারে নতুন ডিজাইনে এই আইডি ব্যাচ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।এছাড়া ট্র্যাফিক রিভিউ বুলেটিন ২০২৪ ও প্রকাশ করা হয়। এবার পুজোয় কলকাতা পুলিশের তরফে বিশেষ অ্যাপ পুজো বন্ধু অ্যাপের ও সূচনা করা হয় ওই অনুষ্ঠানে।
কলকাতা পুলিশ পুজো গাইড ২০২৫ প্রকাশিত হল
Inauguration Ceremony of the Traffic Review Bulletin 2024, and Cybersafe Puja kiosks. https://t.co/4mq4YyqA3V
— Kolkata Police (@KolkataPolice) September 22, 2025