Kolkata hospitals decide not to treat Bangladeshi patients (Photo Credits: X)

বাংলাদেশের মানুষের চিকিৎসার বড় ভরসা পশ্চিমবঙ্গ (West Bengal)। নিত্য কয়েক শো রোগী ওপার বাংলা থেকে বঙ্গে আসেন চিকিৎসার জন্যে। তবে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া নিপীড়নের ঘটনার প্রতিবাদে এবার কলকাতায় (Kolkata) বাংলাদেশী রোগীদের চিকিৎসায় বেঁকে বসল কয়েকটি বেসরকারি নার্সিংহোম। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর আয়ের একটা বড় অংশ আসে বাংলাদেশী রোগীদের হাত ধরে। কিন্তু ওপার বাংলায় হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবার নিজেদের রোজগারের পরোয়া না করেই বাংলাদেশী রোগী দেখা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি নার্সিংহোম। চিকিৎসক এবং নার্সিংহোমের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন অনেকেই। তবে কেউ কেউ আবার বলছেন, কোন চিকিৎসক কিংবা চিকিৎসা প্রতিষ্ঠান এইভাবে রোগী প্রত্যাখ্যান করতে পারে না।

আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দুরা 'সুরক্ষিত', চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির মাঝে দাবি ইউনূস সরকারের

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়েছেন সনাতনী ধর্মগুরু চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। সেই গ্রেফতারির পরেই উত্তাল চেহারা নিয়েছে পদ্মপারের শান্ত দেশটি। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নানা ঘটনা ঘটছে। হিন্দু-বিরোধী সহিংসতা এবং বাংলাদেশী নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমানতাকর আচরণের অভিযোগের পরেই সে দেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতাল।

বৃহস্পতিবার বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশ পথে আঁকা হয় ভারতের পতাকার প্রতিকৃতি। ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময়ে ওই পতাকার উপর দিয়ে হেঁটে ভিতরে প্রবেশ করার চিত্র ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে। এরপরেই ফুঁসে উঠেছে ভারতবাসী। একজোট হয়েছেন চিকিৎসক মহল। ভারতের চিকিৎসায় সুস্থ থেকে ভারতের জাতীয় পতাকার অবমাননার এমন অঘন্য ঘটনার প্রতিবাদে 'বাংলাদেশী রোগী দেখা বন্ধ' করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতায় বহু নামীদামী চিকিৎসক এবং নার্সিংহোম।