কলকাতা, ১৪ মার্চ: নিয়োগ দুর্নীতির জাল টলিউডে কতদূর বিস্তার করেছে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন আরও এক অভিনেত্রী। সংবাদমাধ্যমে প্রকাশ, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের উপর নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে এ বিষয়ে ইডির তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
এদিক মঙ্গলবারও ইডির দফতরে পৌঁছন অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনীয় তথ্য জমা দিতে ইডির দফতরে পৌঁছন বনি। ইডির দফতরে পৌঁছনোর ২ ঘণ্টা পর বনিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
ইডির দফতর থেকে বেরিয়ে বনি সেনগুপ্ত জানান, যে তথ্য চাওয়া হয়েছিল, তার সবকিছু তিনি জমা করছেন। প্রয়োজনীয় তথ্য জমা করে তিনি বেরিয়ে যান। প্রয়োজনীয় তথ্য জমা করেছেন, তাই আর তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে হয়ত হবে না বলে আশা প্রকাশ করেন টলিউড অভিনেতা।