দক্ষিণ কলকাতায় কসবার ল-কলেজের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে স্বতঃপ্রণোদিত তদন্তের সিদ্ধান্ত নিল জাতীয় মহিলা কমিশন (NCW)। আজ সকালে কলকাতায় কসবার কলেজ প্রাঙ্গণে একজন আইন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। মহিলা কমিশন (National Commission for Women ) এর চেয়ারপারসন বিজয়া রাহাতকর কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিএনএসের প্রাসঙ্গিক বিধানের অধীনে তাৎক্ষণিক, সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বিএনএসএসের ৩৯৬ ধারার অধীনে ক্ষতিপূরণ সহ ভুক্তভোগীকে পূর্ণ চিকিৎসা, মানসিক এবং আইনি সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। কমিশন ৩ দিনের মধ্যে একটি বিস্তারিত ব্যবস্থা গ্রহণের প্রতিবেদন চেয়েছে।"
National Commission for Women (NCW) has taken suo moto cognizance of a shocking incident reported from Kolkata, where a law student was allegedly gang-raped within the college premises by two current students and a former student: NCW
"Chairperson Vijaya Rahatkar has written to… pic.twitter.com/zZWUo7XXsN
— ANI (@ANI) June 27, 2025
প্রসঙ্গত কলেজ ছাত্রীর তরফে এই ধর্ষণের অভিযোগ সামনে আসে গতকাল (২৬ জুন, ২০২৫) রাতে। পুলিশকে তিনি জানিয়েছেন, কলেজেরই এক প্রাক্তনী এবং বর্তমান ২ জন পড়ুয়া মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছে তিনজন। শুক্রবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে। গত বুধবার কলেজের মধ্যেই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেছে ফরেন্সিক টিম।পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতা। মূল অভিযুক্ত সে-ই। তরুণীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।