দার্জিলিং পৌঁছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Kanchenjunga Express Accident) আহতদের সঙ্গে দেখা করতে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে গেলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। হাসপাতালের বেডে শুয়ে থাকা আহতদের কাছে গিয়ে তাঁদের স্বাস্থ্যের খবর নিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে রেল দুর্ঘটনাটি ঘটে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনকে পিছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়ি। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন রেলমন্ত্রী। দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মৃত এবং জখমদের জন্যে ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকার অঙ্কের পরিমাণ দ্বিগুণ করেছেন অশ্বিনী। এক্স হ্যান্ডেল থেকে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর জখমরা পাবেন ২.৫ লক্ষ টাকা। এছাড়া আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
আরও পড়ুনঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলকেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ রেলমন্ত্রীর...
#WATCH | Kanchenjunga Express train accident: Railways Minister Ashwini Vaishnaw visits North Bengal Medical College in Siliguri and meets the injured.
(Source: Railway CPRO) pic.twitter.com/cp1pg6tHZG
— ANI (@ANI) June 17, 2024
দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কলকাতা বিমানবন্দর থেকে বিমানের ইকোনমি ক্লাসে চেপে সাংসদ তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বাগডোগরার উদ্দেশে উড়েছেন বোস। ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বিকেলে উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র এবং রেলের উপর ক্ষোভ উগড়ে দিয়ে একের পর এক রেল দুর্ঘটনার জন্যে কেন্দ্রকেই দুষেছেন তৃণমূল নেত্রী।