প্রতীকী ছবি

কলকাতাঃ মাঝরাতে চলছিল পুলিশের (Police) টহলদারি আর সেই টহল দিতে গিয়েই দম্পতির প্রাণ বাঁচাল পুলিশ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কালনা (Kalna) থানার দুর্গাপুর এলাকায় রাতের অন্ধকারে ওই দম্পতির প্রাণ বাঁচান কালনা থানার সাব-ইন্সপেক্টর ওয়াসিম আক্রম ও সহকর্মীরা। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিন রাতে ওই এলাকায় টহল দিতে বেরিয়েছিল পুলিশের একটি দল সেই সময় পুলিশের গাড়ি দক্ষিণ কালনা থানার দুর্গাপুর এলাকায় পৌঁছলে তাঁরা দেখতে পান এক যুবক ও এক যুবতী গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। আর গাছের পাশেই রাখা একটি মোটরসাইকেল তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গাছের সামনে যান পুলিশ অফিসাররা সাবধানতার সঙ্গে ওই যুগলের গলা থেকে দড়ি খোলা হয়

পুলিশের তৎপরতায় বাঁচল যুগলের পড়ান

এরপর তাঁদের নিয়ে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাত্রাপথে দু'জনেরই শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল বলে জানা গিয়েছে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় হাসপাতালে। এরপর চিকিৎসক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচে ওই যুগল বর্তমানে দু'জনেই বিপদমুক্ত ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা জানা গিয়েছে, যুগলের বাড়ি কালনা থানা এলাকায়। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পরিবারের সঙ্গে পরামর্শ করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে খবর

গলায় ফাঁস, গাছে ঝুলছে দেহ, দম্পতির প্রাণ বাঁচাল কালনা পুলিশ