গতকাল শেষ হয়েছে নদিয়ার কালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের (Kaliganj By Poll Election) প্রচার। আগামীকাল ১৯ জুন সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এবারের ৩০৯ টি বুথ খোলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ১২০০-র উপর ভোট রয়েছে এমন বুথ ভেঙে বুথ বৃদ্ধি করা হয়েছে। তবে বড় চাঁদ ঘর প্রাথমিক বিদ্যালয়ের বুথে অতিরিক্ত ঘর না থাকায় সেখানে ১২শোর বেশি ভোটার রয়েছে। অন্যদিকে দূরবর্তী বুথের মধ্যে রয়েছে নয়াচড়ে বুথ। সেখানে ভোট কর্মীদের গঙ্গা পার হয়ে যেতে হবে। এদিকে এ বাড়ই প্রথম মোবাইল বুথের বাইরে রেখে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন ভোটাররা। ভোটকে কেন্দ্র করে কালীগঞ্জ বিধানসভা এলাকায় আটোসাটো নিরাপত্তা জারি রয়েছে। ভোটের দিন বুথ থেকে একশো মিটার দূরে রাজনৈতিক দলগুলি টেন্ট খোলা যেতে পারে ।তবে কমিশনের নির্দেশ মেনে তা করতে হবে। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা, মোতায়েন থাকবে ও সব বুথে তিনটি করে ওয়েব ক্যামেরা থাকবে বলে কালিগঞ্জ বিধানসভার রিটার্নিং অফিসার ফইয়াজ আহমেদ জানিয়েছেন।
কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৩৬৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নাসিরুদ্দিন পেয়েছিলেন ১ লক্ষ ১২ হাজারের কাছাকাছি ভোট। বিজেপির অভিজিৎ ঘোষ পেয়েছিলেন প্রায় ৬৫ হাজার। ব্যবধান যথেষ্ট। কংগ্রেসের পাওয়া ২৫ হাজার ভোট যোগ হলেও বিজেপি জিতত না।
উল্লেখ্য বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে কালীগঞ্জ বিধানসভার আসনটি শূন্য হয়। উপ নির্বাচনের ঘোষণা হতেই কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের (লাল) কন্যা আলিফা আহমেদকে (Alifa Ahmed) প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন মণ্ডল সভাপতি আশিষ ঘোষ (Ashish Ghosh)।এই উপনির্বাচনে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিলউদ্দিন শেখ (Kaniluddin Sheikh)।