Kali Puja At Mamata Banerjee's House (Photo Credit: FB)

কলকাতা, ২১ অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে কালী পুজো (kali Puja 2025) হল সাড়ম্বরে। প্রত্যেকবারের মত এবারও ধুমধাম করে কালী পুজো হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। যেখানে একেবারে সাদামাটাভাবে পুজো করতে দেখা যায় মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM) কখনও পুজোর সময় হাত জোড় করে মায়ের সামনে বসে থাকেন আলার কখনও হাতে কাসর ঘণ্টা নিয়ে বাজাতে থাকেন। কখনও রান্নাঘরে গিয়ে ভোগ রান্না করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রী যেমন একদিকে নিষ্ঠাভরে পুজো করেন, অন্যদিকে চলে অতিথি আপ্যায়নের পালা। দলের নেতা, কর্মী থেকে শুরু করে, পরিবার পরিজন, ঘনিষ্ঠ কিংবা সাধারণ মানুষকেও আপ্যায়ন করেন মুখ্যমন্ত্রী একেবারে মায়ের রূপ নিয়ে।

মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায় অত্যন্ত সক্রিয়ভাবে। বাড়ির পুজোর আয়োজনে কোনও কসুর ছাড়েননি তৃণমূল কংগ্রেস সাংসদ। দুই সন্তানকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায় দলীয় কর্মী, বন্ধু, বান্ধব, সবাইকে আপ্যায়ন করতে।

মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোর ঝলক সোমবার দুপুর থেকে উঠে আসতে শুরু করে। যেখানে নানা রূপে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

দেখুন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর ঝলক। যেখানে নানা রূপে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে...