West Bengal Junior Doctors Front (Photo Credit: X)

কলকাতা: অভয়া কাণ্ডের এক বছর পূর্তিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট (West Bengal Junior Doctors Front) আবারও ‘রাতভর প্রতিবাদ’ কর্মসূচির ডাক দিয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের সদস্য ডক্টর দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো সহ অন্যরা জানান, আগামী ৮ ই আগস্ট রাত বারোটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত রাস্তায় থাকবেন তাঁরা। দেবাশীষ জানান, ৯ই আগস্ট সকালে ‘ক্রাই অফ আওয়ার’-এর সামনে জমায়েতের পরিকল্পনা রয়েছে। এছাড়াও, জুনিয়র ডাক্তাররা মশাল মিছিল সহ একাধিক কর্মসূচির ডাক দিয়েছে।

গত বছর ৮ অগস্ট আরজি কর (R G Kar) হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই তদন্তের পর গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সঞ্জয় রায়কে ২০২৫ সালের ২০ জানুয়ারি কলকাতার আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার সাজা দিয়েছে।

আদালত আরও নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গ সরকার ভুক্তভোগীর পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে (১০ লক্ষ মৃত্যুর জন্য এবং ৭ লক্ষ ধর্ষণের জন্য)। যদিও ভুক্তভোগীর পরিবার এই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে। আরও পড়ুন: Santanu Sen License: হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে শান্তনু! এখনই বাতিল হচ্ছে না তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স

এছাড়া, সন্দীপ ঘোষ (আর জি কর-এর প্রাক্তন অধ্যক্ষ) এবং অভিজিৎ মণ্ডল (তালা থানার প্রাক্তন অফিসার) প্রমাণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু ৯০ দিনের মধ্যে চার্জশিট দাখিল না হওয়ায় তারা জামিন পেয়েছেন।

ভুক্তভোগীর পরিবার এবং জুনিয়র ডাক্তাররা এই রায়ে অসন্তুষ্ট, দাবি করছেন যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী নয় এবং অন্যান্য জড়িতদেরও ধরা উচিত। বর্তমানে এই মামলাটি কলকাতার সিবিআই আদালতে বিচারাধীন। সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। জুনিয়র ডাক্তাররা এই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।