কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) অন্যতম কেন্দ্র হল জয়নগর। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই জয়নগর লোকসভা গঠিত। এর মধ্যে রয়েছে ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব,বাসন্তী, কুলতলি, জয়নগর, মগরাহাট পূর্ব ও গোসাবা। এই আসনটি তফশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রের বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। এ বারও তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিমা মণ্ডলের বিরুদ্ধে লড়ছেন অশোক কাণ্ডারি। ১৬ লক্ষ ৪৭ হাজার ৭৬২ ভোটার রয়েছে এই লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের ভোট গ্রহণ ১ লা জুন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রের দায়িত্ব ছিল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়ার হাতে। প্রথম ২০১৪ সালে এখানে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ২০১৪ সালে ৪ লক্ষ ৯৪ হাজার ৭৪৬ ভোট পেয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপি প্রার্থী সুভাষ নস্কর। তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ৮৬ হাজার ৩৬২ ভোট। বিজেপির হয়ে কৃষ্ণপদ মজুমদার পেয়েছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৩০৬ ভোট। এরপর ২০১৯ সালে ফের ২০১৯ সালে ক্ষমতায় আসে ঘাসফুল। ৫ লক্ষ ৬১ হাজার ২০৬ ভোট পেয়ে জয়ী হন প্রতিমা মণ্ডল। গতবার এই আসনে বিজেপির ভোট অনেকটাই বেড়েছে। ৪ লক্ষ ৪৪ হাজার ৪২৭টি ভোট পান বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী পান। চব্বিশের নির্বাচনে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও সাংসদ প্রতিমা মণ্ডল। থেমে নেই বিজেপিও। এ বার শেষ হাসি কে হাসে সেটাই দেখার।