কলকাতা, ২০ ফেব্রুয়ারি: পাকাপাকি হল লাল দূর্গে গেরুয়ার প্রবেশ। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র সংসদ নির্বাচনের ফল (Election Result) ঘোষণা হয়েছে। প্রথম বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে দাঁড়িয়েই একপ্রকার কামাল করল এবিভিপি (ABVP)। এঞ্জিনিয়ারিং বিভাগে প্রথমে পঞ্চাশ আসনে এগিয়ে থাকার পর সোজা সেঞ্চুরিও হাঁকাল গেরুয়া শিবিরের এই ছাত্র সংগঠন। এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে। তিন নম্বর স্থানে এসএফআই (SFI)। আর প্রথম স্থানে ডিএসএফ (DSF)। আর চতুর্থ স্থানে রয়েছে টিএমসিপি (TMCP)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটি আসনই জিতে নিয়েছে ডিএসএফ। এই নিয়ে ডিএসএফ ৪৪ তম বার সংসদ গড়ার পথে।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ দখল করল ডব্লিউটিআই (WTI)। আগে তাদের দখলেই ছিল। ফের তারাই দখল করল। বিজ্ঞান বিভাগে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এসএফআই। অন্যদিকে কলা বিভাগে জয়লাভ করে এসএফআই। কলা বিভাগ এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ডিএসএ-র। আরও পড়ুন: Mamata Banerjee: পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ফের মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মমতা ব্যানার্জি
তিন বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হয়। বুধবার ছিল ফল ঘোষণা। এই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দুর্দান্ত লড়াই করেও হারতে হয় এবিভিপিকে। প্রাথমিক ভাবে ১৬৫ ভোটে এগিয়ে থাকার পরেও হারতে হয় এবিভিপিকে। পোস্টার ছিঁড়ে ফেলার মতোও গুরুতর অভিযোগপত্র জমা পড়েছে উপাচার্য সুরঞ্জন দাসের টেবিলে।
বুধবার সকাল থেকেই ক্যাম্পাস ঘুরে শান্তিপূর্ণ ভোটের আবহ বজায় রাখতে উদ্যোগী হন উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ অন্যান্য কর্তারা। পরে রেজিস্ট্রার বলেন, 'অভাবনীয় শান্তিপূর্ণ নির্বাচন। সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনও অভিযোগ আমরা পাইনি। তবুও প্রশাসন সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত ছিল।' রাতে সুরঞ্জন একটি বিবৃতিতে শান্তি বজায় রাখার জন্য সবপক্ষকে ধন্যবাদও জানান।