কলকাতা, ২০ ফেব্রুয়ারি: কালকের পর আজও একটি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam 2020) কেন্দ্র হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ পরীক্ষা শুরুর আগে তিনি নিউ হরাইজন স্কুলে (New Horizon school) যান। কথা বললেন ছাত্রীদের সঙ্গে। বৃহস্পতিবার সকালে হাজরার নিউ হরাইজন স্কুলে চলে যান মমতা। আচমকা মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দেখে তখন সব টেনশন নিমেষে উধাও। একে একে প্রণাম করতে শুরু করে ছাত্রীরা। মমতাও হালকা মেজাজে কথা বললেন ছাত্রীদের সঙ্গে। জিজ্ঞাসা করেন, 'কী কী পরীক্ষা হল? অঙ্ক পরীক্ষা কবে?' পরীক্ষার হলে ঢোকার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে তৃপ্তির হাসি ধরা পড়ল সবার মুখে। সবাইকে শুভকামনা জানানোর পাশাপাশি পরিকাঠামোও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন অভিভাবকদের সঙ্গেও।
স্কুলে যাওয়ার সেই ভিডিয়ো ফেসবুকে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। তাতে লেখেন, "সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সফলতায় বাংলার মেধা হোক বিশ্বসেরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে আজ হাজরার নিউ হরাইজন হাইস্কুলে পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছাত্র-ছাত্রীদের আগামী দিনগুলি হোক উজ্জ্বল। প্রিয় পরীক্ষার্থীদের জন্য রইল একরাশ শুভেচ্ছা। জয় হোক ছাত্র-ছাত্রীদের।" আরও পড়ুন: Madhyamik Exam 2020: সন্তানের জন্ম দিয়ে হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন যুবতি!
মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও মমতা ব্যানার্জি হাজির হন কলকাতার দুটি স্কুলে। স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করার সেই ভিডিয়ো ফেসবুকে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে লেখেন, 'জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলাম। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। তাদের সাফল্যে গৌরবান্বিত হোক বাংলা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।"