গোটা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে (International Day Against Drug Abuse and Illicit Trafficking)। এই দিনটিকে সামনে রেখে বেশ কয়েকদিন আগে থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে চলছে বিভিন্ন সচেতনতা প্রচার কর্মসূচি।এ বছরের থিম — “ভেঙে দাও মাদকের শৃঙ্খল: প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন” — দিবসটির মূল বার্তা হিসেবে সামনে এসেছে এবং দিনের সকল সচেতনতা কর্মসূচিতে এই বার্তাই প্রতিফলিত হবে।
মাদক বিরোধী দিবসের আগে গত ২৫ জুন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা শহরবাসীর উদ্দেশ্যে এক বার্তা দেন। বার্তায় সিপি বলেন, কলকাতাবাসী আগামী ২৬ জুন পালিত হবে মাদক বিরোধী ও মাদক পাচার প্রতিরোধ দিবস।এই বিশেষ দিনে মাদক মুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তিনি আরও বলেন, এই তাৎপর্যপূর্ণ দিন আমাদের মনে করিয়ে দেয় মাদকের ধবংসাত্মক প্রভাব কতটা গভীর। প্রতি বছর হাজার হাজার মানুষ মাদকের নেশার কারণে প্রাণ হারান এবং বহু পরিবার চিরতরে ক্ষতিগ্রস্থ হয়। মাদকের প্রভাব শুধু ব্যক্তিকেই নয় সমাজের ভিত্তিকেও দূর্বল করে দেয়।
কী বললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মাঃ-
Message from the Commissioner of Police, Kolkata, Shri Manoj Kumar Verma, IPS, on the eve of International Day Against Drug Abuse and Illicit Trafficking 2025.#BreakingTheChain #SayNoToDrugs #InternationalDayAgainstDrugAbuse. pic.twitter.com/NCFeasZsYF
— Kolkata Police (@KolkataPolice) June 25, 2025
কলকাতা পুলিশের উদ্যোগে ও বিভিন্ন এনজিও এবং পুনর্বাসন কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণে মাদক বিরোধী দিবসে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। পুলিশ ট্রেনিং স্কুল (PTS) থেকে শুরু হয়ে বডিগার্ড লাইন্স, আলিপুর পর্যন্ত এই র্যালি পৌঁছালে, শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস, কমিশনার অফ পুলিশ, কলকাতা, উদ্দীপ্তভাবে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।এরপর তিনি সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে দুটি সচেতনতা মূলক ট্যাবলো-এর সূচনা করেন, যা শহরের বিভিন্ন প্রান্তে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে রওনা হয়।
বিশেষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পর্ব
বডিগার্ড লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Sashi Panja)। ছিলেন একেন বাবু খ্যাত বিশিষ্ট অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty aka Eken), বিশিষ্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), জনপ্রিয় রেডিও জকি আর জে প্রভীন (RJ Praveen) সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের বক্তব্যে উঠে আসে সমাজে মাদকের কুফল, সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকার গুরুত্ব। অনুষ্ঠানে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যাঁরা তাঁদের শিল্পের মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিয়েছেন।
এই দিনের স্মরণীয় মুহূর্তের রইল কিছু ঝলকঃ-
Every year on June 26, the world unites to mark the International Day Against Drug Abuse and Illicit Trafficking. This year’s theme — “Breaking the Chain: Prevention, Treatment and Recovery” — was at the heart of today’s awareness efforts.
Commissioner of Police, Kolkata, Shri… pic.twitter.com/T9hma3CZkY
— Kolkata Police (@KolkataPolice) June 26, 2025