কলকাতা, ২৭ এপ্রিল: সাইকেলের টিউবের (Tube) মধ্যে লুকিয়ে রাখা ১২ কেজি রুপো (Silver)-সহ এক যুবককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আবদুল বাকি মালিথা নামের ওই যুবককে ধরা হয়। উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। মুর্শিদাবাদের জলঙ্গিতে (Jalangi) কাস্টমস বিভাগের কাছে উদ্ধার হওয়া রুপো হস্তান্তর করা হয়েছে৷
বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘোষপাড়া গ্রামের বাসিন্দা মালিথা তাঁর সাইকেলে চড়ে কীননাশক দেওয়ার স্প্রেয়ার নিয়ে সীমান্ত বেড়ার গেটের কাছে আসেন। সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানদের তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে মালিথা দাবি করেছিলেন যে তিনি বেড়ার ওপারে ফসলে কীটনাশক স্প্রে করতে যাচ্ছেন। জওয়ানরা এরপর তাঁর সাইকেলটি তল্লাশি করে এবং টায়ারের ভিতরে ধাতব কিছু থাকার বিষয়টি শনাক্ত করে। টিউব কাটতেই বেরিয়ে আসে প্রায় ১২ কেজি ওজনের রুপোর বল। এগুলি বাংলাদেশে পাচার করার কথা ছিল। মালিথা হয়তো তাঁর গোটা সাইকেলটি অদলবদল করার পরিকল্পনা করেছিলেন। আরও পড়ুন: Summer Vacation: ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
জিজ্ঞাসাবাদে মালিথা জলঙ্গির কৈলাশগঞ্জ গ্রামের বাসিন্দা মহিবুল মণ্ডল ও রবিকুল মণ্ডলের কাছ থেকে রুপো নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে সীমান্তের ওপারে রুপো পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার জন্য তাঁকে পারিশ্রমিক দেওয়া হত।