ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রাজ্য শাখার সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন ডাক্তার শান্তনু সেন।এই নিয়ে টানা সপ্তমবার রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শান্তনু সেন। এবারের নির্বাচনে ৪৩০ টি ভোট পেয়েছেন তিনি। ওই পদের জন্য শান্তনু সেন ছাড়াও দু’জন প্রতিদ্বন্দ্বী ছিলেন।ডাক্তার সুকান্ত চক্রবর্তী পেয়েছেন ১১৬ টি ভোট এবং আরেক পদপ্রার্থী পেয়েছেন ২৬টি ভোট। গণনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নিয়োগ করা হয় বাউন্সার। তাঁদের উপস্থিতিতেই গণনা করা হয়।
১২ বছর আইএমএ-র রাজ্য সম্পাদক পদে ছিলেন শান্তনু।তবে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে চিকিত্সকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয় বিবেচনা করে এবারের ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেকথা ঘোষণাও করে দিয়েছিলেন। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল করেন তৃণমূলের এই চিকিত্সক নেতা। যে পদে ছিলেন, সেই রাজ্য় সম্পাদক পদেই মনোনয়ন জমা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পাশাপাশি রাজ্য সরকার মনোনীত সদস্য হিসেবে মেডিক্যাল কাউন্সিলেও ছিলেন শান্তনু। সম্প্রতি সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, রাজ্যের তরফেই এই তৃণমূল নেতাকে অপসারণের সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনে নিয়েছে কাউন্সিল।বর্তমানে রাজ্যের কোনও সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদেও নেই শান্তনু। সম্প্রতি রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধিদের নাম ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। সেই তালিকাতেও জায়গা পাননি তৃণমূলের চিকিৎসক-নেতা। এই আবহে বুধবার ফের আইএমএর রাজ্য শাখায় সম্পাদক পদে পুনরায় ফিরলেন শান্তনু।