কলকাতা, ১৫ অগস্ট: আজ ৭৪-তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে (Red Road) জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। পতাকা উত্তোলনের পর তিনি ২৫ জন করোনা যোদ্ধাদের সম্মান জানান। সকল ফ্রন্টলাইন কর্মী চিকিত্সক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা। পুলিশের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ মাস্ক বিলি করা হয় আজকের দিনে।
করোনার আবহে এবছরের অনুষ্ঠানও অন্যরকম হয়। সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব। স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে। সংক্ষিপ্তভাবেই আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়। ৭৪তম স্বাধীনতা দিবস (74th Independence Day Celebration) উপলক্ষে সকালে টুইটে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, 'সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রণাম। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।' আরও পড়ুন, করোনার টিকা নিয়ে বড় ঘোষণা, দেশে তিনটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আজ ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। (74th Independence Day) রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। রাজঘাট থেকে লালকেল্লায় এসে গার্ড অফ অনার পরিদর্শণ করেন তিনি। সমস্ত দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন জানান। করোনার টিকা (Corona Vaccine) নিয়ে বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।