Jagdeep Dhankhar, Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২ ফেব্রুয়ারি:  রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। রাজ্যপাল তাঁকে ট্যুইট (Tweet) করতেন, ফলে 'ইরিটেশন' হত। সেই কারণে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়কে 'ব্লক' করেছেন বলে সম্প্রতি জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দাবির পর এবার ফের মুখ খুললেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

বুধবার ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলছেন, সে বিষয়ে সংবাদমাধ্যম কোনও প্রশ্ন তুলছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তিনি ট্যুইট করছেন বলে যে দাবি করা হয়, অহেতুক। মুখ্যমন্ত্রীকে তিনি ট্যুইট করছেন, এমন অভিযোগের কোনও সারবত্তা নেই বলে দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী, মুখ্যমন্ত্রীকে তিনি কোনও ট্যুইট করেননি বলে দাবি করেন রাজ্যাপল।

আরও পড়ুন:  Abducted Arunachal Teen Miram Taron: হেফাজতে নিয়ে অত্যাচার চিনা সেনার, মানসিকভাবে বিপর্যস্ত ভারতীয় কিশোর

এসবের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠে ধনখড় বলেন, বাংলায় আইনের শাসন চলছে না। শাসকের আইন চলছে বলে অভিযোগ করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে তা প্রমাণিত হলে, তিনি ইস্তফা দেবেন বলেও মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।