ইটানগর, ২ ফেব্রুয়ারি: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কিশোর মিরাম তারণকে অপহরণের পর নিজেদের হেফাজতে নিয়ে অত্যাচার চালিয়েছে চিনা সেনা। এবার এমনই দাবি করলেন সাংসদ তাপির গাও। পূর্ব অরুণাচল প্রদেশের সাংসদ তাপির গাও অভিযোগ করেন, বছর ১৭-র মিরাম তারণকে অপহরণের পর তার উপর অত্যাচার চালানো হয়েছে । নিজেদের হেফাজতে নিয়ে মিরামকে মারধর করা হয়েছে বলেও দাবি করেন বিজেপি সাংসদ (BJP MP) ।
তাপির গাওয়ের আরও অভিযোগ, মিরাম তারণকে সীমান্ত থেকে তুলে নিয়ে যাওয়ার পর, তার হাত, পা মুখ বেধে বৈদ্যুতিন শক দেওয়া হয়। মারধর করা হয়। মানসিকভাবেও মিরামের উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন তাপির গাও।
ভারতীয় (India) সীমান্ত পার করে চিনের মধ্যে প্রবেশ করেছে। এই অভিযোগ মিরাম তারণকে অপহরণ করে চিনা সেনা। আন্তর্জাতিক সীমানা পারের অভিযোগেই মিরাম তারণের উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন তাপির। প্রসঙ্গত গত ১৮ জানুয়ারি ভারত, চিন সীমান্ত অঞ্চল থেকে মিরাম তারণ নামে অরুণাচল প্রদেশের এওই কিশোরকে অপহরণ করে চিনা (Chinese Army) সেনা।
তাপির গাওয়ের আগে মিরাম তারণের বাবাও অভিযোগ করেন। তাঁর ছেলের উপর চিনা সেনা অত্যাচারা চালিয়েছে, বৈদ্যুতিন শক দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মিরামের বাবা। ফলে চিনা সেনা তাকে ছেড়ে দিলেও, মিরাম তারণ এখনও মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেন ওই কিশোরের বাবা।