কলকাতা, ১৪ মার্চ: 'রাজনীতিতে আবার নতুন করে আসতে পেরে আমি খুশি।' বাংলার জন্য কাজ করুন বলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) তাঁকে আহ্বান করেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই তিনি আবার নতুন করে রাজনীতিতে যোগ দিয়েছেন বলে জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই গায়ক-অভিনেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-র দিদির দলে ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। অনেকেই বলেছিলেন, কলকাতার মেয়র পদে দেখা যেতে পারে বাবুলকে। অনেকে আবার ভেবেছিলেন, সেই আসানসোলেই 'কহো না পেয়ার হ্যায়' খ্যাত গায়ককে উপনির্বাচনে দাঁড় করানো হতে পারে। কিন্তু সব জল্পনা শেষে পরিষ্কার হয়ে গেল, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুলকে জিতিয়ে এনে মমতার মন্ত্রিসভায় আনার পরিকল্পনা করা হচ্ছে। গত বছর ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল। তার আগে বিজেপি ও সাংসদ পদ ছেড়েছিলেন তিনি।
আরও পড়ুন: Russia-Ukraine War: রুশ ফৌজই যথেষ্ট, ইউক্রেনে বিশেষ সেনা অভিযানে চিনের সাহায্য় চাই না, জানালেন পুতিন
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দাঁড় করানো হবে বলে ট্যুইট করতেই, তৃণমূল কংগ্রেস নেত্রীকে ধন্যবাদ জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।