কলকাতা, ৯ ফেব্রুয়ারি: কাল থেকে শিয়ালদহ (Sealdah) মেন লাইনের যাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন। আজ থেকে টানা ৮ দিন কম থাকবে ট্রেন। শিয়ালদহ মেন শাখায় এই ৮ দিনে ৩০০-রও বেশি ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানা গেছে। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, জানানো হয়েছে অটোম্যাটিক সিগন্যালিংয়ের (Automatic Signalling) জন্য কাজ চলবে।
বাতিল করা হয়েছে ২৪টি শিয়ালদহ- রানাঘাট লোকাল, ১২টি নৈহাটি- রানাঘাট লোকাল, ১৬৪টি শিয়ালদহ- নৈহাটি লোকাল। এছাড়াও ৭৬ শিয়ালদহ- কল্যাণী সীমান্ত লোকালও বাতিল করা হবে। বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও ঘুর পথে যাবে। এর মধ্যে রয়েছে কলকাতা- পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেসের মতো ট্রেন। সিগন্যালিংয়ের কাজ শেষ হলে ইছাপুর ও নৈহাটির মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। আরও পড়ুন, ই-রিকশা চালালেন মেয়র ফিরহাদ হাকিম
রবিবার হওয়ায় সমস্যা কিছুটা কম, কিন্তু কাল থেকে ভোগান্তিতে পড়তে পারেন সকলে। ৯.০৫-এর রামপুরহাট ইন্টারসিটি বাতিল করা হয়েছে। আজকের আনন্দবিহার, আজমের, আগরতলা বাতিল করা হয়েছে। বিকেল ৪টে থেকে রাত ১০টার মধ্যে এখনও পর্যন্ত কল্যাণী ও নৈহাটি লোকালের ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি জানা গেছে, রেল সূত্রে খবর সকাল থেকে এখনও মেন লাইনে কোনও ট্রেন বাতিল করা হয়নি। তবে সামান্য দেরিতে চলছে মেন লাইনের ট্রেন।