বাইকে চেপে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় পিক আপ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Students Death) । সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মতিগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া থানার (Malda Ratua PS) সামসী মতিগঞ্জ সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক বয়স ১৮, এবং অপরজনের নাম মহম্মদ রেহান হক,বয়স ১৭। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায়। দুজনেই সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। তাই এদিন তারা দুই বন্ধু মিলে বাইকে চেপে পরীক্ষা দিতে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। সামসীর মতিগঞ্জ পার করেই তারা দুর্ঘটনার কবলে পড়ে। রতুয়ার দিক থেকে আসা এক পিক্যাপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। মৃতদের পরিবারবর্গ আসলে তাঁদের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই দুর্ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ও রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভে এেলাকায় যান চলাচল থমকে গেলেও এখন রতুয়া-সামসী রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুই পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।