HS Examination: ২৯ জুন হচ্ছে না উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা, কবে হবে জানুন
শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Photo Credits: ANI)

কলকাতা, ২ জুন: ফের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি বদল। ২৯ জুনের পরীক্ষা আপাতত হচ্ছে না। পরিবর্তে পরীক্ষা হবে ২,৬ ও ৮ জুলাই। কোন দিন কী পরীক্ষা, তা জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। লকডাউন ৩০ জুন পর্যন্ত বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী।  শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, স্কুলশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক করবে। পরীক্ষার্থীরা যেন আপাতত এই দিনগুলি মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করে।'

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করলে শিক্ষাঙ্গনগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। সেই কারণে এবছর উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে কিছুদিন আগে জানানো হয়েছিল উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষা নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। এরপর আনলক ওয়ানেও কনটেনমেন্ট জোনগুলিতে ৩০ জুন পর্যন্ত সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর রাজ্য প্রশাসনও ৩০ জুন পর্যন্ত লকডাউনের কথা জানায়। আরও পড়ুন, রাশিয়ায় প্রস্তুত করোনাভাইরাসের ভ্যাকসিন অ্যাভিফ্যাভির, ১১ জুন থেকে শুরু পরীক্ষামূলক প্রয়োগ

তবে আনলক ১-এ খোলা হয় অফিস-কাছারি থেকে ধর্মস্থান খুলে দেওয়ার কথা জানায়। এতেই সমস্যায় পড়েন কনটেনমেন্ট জোনের শিক্ষক ও পড়ুয়ারা। সেই কারণেই ফের পরীক্ষার দিনবদলের দাবি ওঠে। সেই বিষয়টি বিবেচনা করেই উচ্চমাধ্যমিকের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানালেন পার্থ চ্যাটার্জি। জানা গেছে, ২, ৬ ও ৮ জুলাই হবে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা। তবে কোন দিন কী বিষয়ের পরীক্ষা হবে তা সিদ্ধান্ত নেবে সংসদ।