Jharkhand Assembly Election (Photo Credit: File Photo)

অবশেষে হাওড়া পুরসভার ভোট নিয়ে দীর্ঘ জট কাটার ইঙ্গিত মিলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) ২০২১ সালে রাজ্য বিধানসভায় পাস হওয়া হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিলে অনুমোদন দিয়েছেন ।২০১৮ সাল থেকে হাওড়া পুরনিগমের ভোট (Howrah Municipal Corporation Election) বকেয়া রয়েছে। এই বিল পাস হওয়ায় হাওড়া পুর নিগমে ভোট করতে আর বাধা নেই বলেই সরকারি সূত্রে জানা গেছে।‌ রাজ্য সরকার হাওড়ার সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করতে বিধানসভায় সেই সংক্রান্ত বিল পাশ করিয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় বিলে সই করেননি। তার পর আবার ২০২১ সালে হাওড়া থেকে বালিকে পৃথক করারও বিল পাশ করানো হয়। কিন্তু তাতেও এতদিন রাজ্যপালের অনুমোদন না মেলায় সীমানা পুনর্বিন্যাসের কাজ করা যাচ্ছিল না। ফলে সাত বছর ধরে হাওড়ার পুর প্রশাসন পরিচালনা করছে প্রশাসকমণ্ডলী। বর্তমানে প্রশাসক পদে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তী। এবার হাওড়া পুর নিগম পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে।