পুজোর আগে বাঙালির মুখে হাসি ফুটল। কাঁটাতার পেরিয়ে পদ্মার ইলিশ (Padma Hilsa) ঢুকল বাংলার। শুক্রবার সকাল সকাল কলকাতা, হাওড়া সহ বিভিন্ন বাজারে এসে পৌঁছেছে বাংলাদেশের পদ্মার ইলিশ। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে এদিন কয়েক টন রুপোলি ইলিশ এসে পৌঁছয় রাজ্যে। বাজারে কত টাকায় বিকোচ্ছে বাংলাদেশের ইলিশ (Bangladesh Hilsa)? জোগান বাড়ায় কি দাম কিছুটা কমল?
বাংলাদেশের সাম্প্রতিক অরাজকরার পরিস্থিতি বিচার করে সে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, এইবার পুজোর তাঁরা ইলিশ রফতানি করবেন না। নিজের দেশের মানুষের জন্যে ইলিশের সরবরাহ পর্যাপ্ত রাখতেই তা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে দীর্ঘ টানাপড়েনের পর বাংলায় ইলিশ রপ্তানিতে সম্মতি জানিয়েছে ওপার বাংলা। এইবার বাংলাদেশ সরকার মোট ২৪২০ মেট্রিক টন ইলিশ পাঠাতে রাজি হয়েছে। তার মধ্যে প্রথম ভাগে বৃহস্পতিবার প্রায় ৫০ মেট্রিক টন বাংলাদেশের 'রুপোলি শস্য' পেট্রাপোল সীমান্ত পেরিয়ে রাজ্যে পৌঁছয়। শুক্রবার সকালে কলকাতা, হাওড়ার বিভিন্ন পাইকারি বাজারে সেই মাছ ছড়িয়ে যায়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানিতে অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের বাণিজ্য় মন্ত্রক।
কলকাতার পাইকারি বাজারে এল পদ্মার ইলিশ...
Hilsa fish from #Bangladesh has now arrived in #Bengal . Great news for #Bangali before #DurgaPuja #Hilsa pic.twitter.com/eZYT6iViu9
— Kamalika Sengupta (@KamalikaSengupt) September 27, 2024
প্রথম দিনেই পদ্মার ইলিশ প্রতি কেজি ১২,০০ থেকে ১৬,০০০ দরে বিকোচ্ছে। তবে জোগান এবং চাহিদার উপরে ওঠানামা করবে এই দাম। পুজোর আগে পদ্মার ইলিশের রফতানিতে বেজায় খুশি ভোজনরসিক বাঙালিরা। শুক্রবার সকাল থেকেই তাই কলকাতায় সমস্ত বাজারে গমগম করছে ক্রেতাদের কলতান। তবে পদ্মার ইলিশের ঊর্ধ্বমুখী দামের জেরে তা সাধারণ মধ্যবিত্তের পাতে পড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। পাইকারি বাজারে দাম ১৭,০০০ ছুঁইছুঁই, খুচরো বাজারে দামও আরও বেশি হবে।