ভারতে করোনাভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ৯ জুলাই: রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৮৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮২৬ জন। অ্যাক্টিভ কেস ৮ হাজার ২৩১ জন। মোট মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৫ জন। সুস্থতার হার ৬৪.৯৩ শতাংশ।

এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশে করোনার থাবা অব্যাহত। এ পর্যন্ত ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও আধিকারিকের শরীরে মিলেছে করোনাভাইরাস। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: ভারতে তৈরি ২টি ক্যান্ডিডেট ভ্যকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল দ্রুত শুরু হবে, জানাল স্বাস্থ্য মন্ত্রক

করোনা ভাইরাসে আক্রান্ত সামসেরগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবারই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক-সহ একদিনে করোনা আক্রান্ত ৩০ জন। এদের মধ্যে রয়েছেন সরকারি কর্মী, নেতা, আইনজীবী, সাফাই কর্মীও।