কলকাতা, ৯ জুলাই: রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৮৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮২৬ জন। অ্যাক্টিভ কেস ৮ হাজার ২৩১ জন। মোট মৃত্যু হয়েছে ৮৫৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৫ জন। সুস্থতার হার ৬৪.৯৩ শতাংশ।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশে করোনার থাবা অব্যাহত। এ পর্যন্ত ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলায় বেশ কয়েকজন পুলিশকর্মী ও আধিকারিকের শরীরে মিলেছে করোনাভাইরাস। আরও পড়ুন: COVID-19 Vaccine Update: ভারতে তৈরি ২টি ক্যান্ডিডেট ভ্যকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল দ্রুত শুরু হবে, জানাল স্বাস্থ্য মন্ত্রক
1088 #COVID19 positive cases, 27 deaths and 535 discharged today in West Bengal. The total number of positive cases in the state rises to 25,911 including 16,826 discharged and 854 deaths: Department of Health & Family Welfare, Government of West Bengal pic.twitter.com/etuBWToDCc
— ANI (@ANI) July 9, 2020
করোনা ভাইরাসে আক্রান্ত সামসেরগঞ্জের ব্লক স্বাস্থ্য আধিকারিক। বৃহস্পতিবারই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আপাতত তিনি হোম আইসোলেশনে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক-সহ একদিনে করোনা আক্রান্ত ৩০ জন। এদের মধ্যে রয়েছেন সরকারি কর্মী, নেতা, আইনজীবী, সাফাই কর্মীও।