পুজোর মিটতেই বিপর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। শনিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার ও দার্জিলিঙের মতো জেলাগুলিতে। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে পড়েছে তিন জেলার বেশকিছু এলাকা। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ডুয়ার্স অঞ্চলে। তিন জেলায় মিলিয়ে প্রায় ৫০০টির বেশি বাড়ি আপাতত জলের তলায়। যার ফলে ঘরছাড়া হয়ে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে নেমেছে উদ্ধারকারী দল। বিভিন্ন এলাকায় গিয়ে ঘরছাড়া মানুষদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরের।
কোন কোন এলাকার পরিস্থিতি ভয়াবহ?
প্রশাসনসূত্রে খবর, ছোট নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার কারণে হু হু করে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে জল। নাগরাকাটা, বানেরহাট, গয়েরহাটা জলমগ্ন হয়ে পড়েছে। সবথেকে খারাপ অবস্থা জলপাইগুড়ির নাগরাকাটা। এদিকে ক্রান্তি ব্লকের চ্যাংমারি পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায় বহু ঘরে জল ঢুকে পড়েছে। অন্যদিকে টানা বৃষ্টির জেরে ৩১ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশের কালভার্ট ও ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে। যার প্রভাব পড়েছে যান চলাচলে।
খাবার ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়
আবহাওয়া দফতর অবশ্য আগে থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ নেই একাধিক এলাকায়। পর্যাপ্ত খাবার ও পানীয় জলের অভাব দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। অনেকের গবাদী পশু ভেসে গিয়েছে। উদ্ধারকারী দলগুলি অবশ্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ করছে। গোটা পরিস্থিতি নজরে রেখেছে স্থানীয় প্রশাসন।