কলকাতাঃ তাপপ্রবাহের (Heatwave)জেরে ঝালাপালা অবস্থা রাজ্যবাসীর। ঘরে-বাইরে বেড়েছে অস্বস্তি। বৃষ্টির (Rain) জন্য চাতক পাখির মতো চেয়ে মানুষ। আর এরই মাঝে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, রবিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
রবিতে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
পাশাপাশি রবিবার, দিনভর বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি হলেও তীব্র গরম থেকে এখনই মুক্তি নয়। আগামী বুধবার পর্যন্ত একইরকম থাকবে গরমের দাপট। আপাতত এখন কলকাতায় বৃষ্টির দেখা মিলবে না। আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে শহরে।
অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৫০ কিমি বেগে বইত পারে ঝোড়ো হাওয়া। আজ, রবিবার কলকাতা ও আশেপাশের জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামীতে বাতাসে জলীয় বাষ্প কমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
Past 24 Hours Realized Maximum Temperature (ºC) and Departure (ºC) pic.twitter.com/xEytUQPUOr
— IMD Kolkata (@ImdKolkata) May 11, 2025