একেবারে তালিবানি কায়দায় এক মহিলা ও এক পুরুষকে রাস্তায় ফেরে লাঠির গোছা দিয়ে চলছে বেধড়ক মার। আর এই কীর্তির পিছনে যিনি মূল অভিযুক্ত সেই তৃণমূল নেতা জেসিবি-র অধীনে চলছে সেই ঘটনা।
৩০ জুন ঘটনার ভাইরাল ভিডিও সামনে আসতেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। চোপড়ার নেতা জেসিবি-কে রাতেই গ্রেফতার করে তাঁকে সোমবার আদালতে পেশ করা হয় তাঁকে। জেসিবি গ্রেফতার হলেও সেই ঘটনাকে ধামাচাপা দিতে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান যে যুবতী আক্রান্ত হয়েছে, উল্টে তাঁরই ‘অন্যায়’ খুঁজে বের করছেন। এমনকি তাঁকে দুশ্চরিত্র বলে দাগিয়েও দিয়েছেন। রবিবার রাতে বিধায়কের বক্তব্যে উঠে এসেছে ‘মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচারের’ প্রসঙ্গও। এবার সেই বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক এবং দলের চিফ হুইপ শঙ্কর ঘোষ। শিলিগুড়ি থানার ইন্সপেক্টর ইনচার্জকে চিঠি লিখে শঙ্কর তাকে অনুরোধ করেছেন "সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়ার উদ্দেশ্যে ঘৃণামূলক বক্তব্যের জন্য চোপড়া কেন্দ্রের বিধায়ক হামিদুল রহমান এবং অন্যদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য।
West Bengal: BJP MLA and Chief Whip of the party, Shankar Ghosh writes to Siliguri Police Station Inspector Incharge, requesting him to "immediately take legal action against Hamidul Rehman, the MLA of Chopra constituency and others for hate speech with purpose to incite communal… pic.twitter.com/8jqFNREj7m
— ANI (@ANI) July 2, 2024