দিল্লি, ১২ এপ্রিল: হাঁসখালি (Hanskhali) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। হাঁসখালিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান নির্ভয়ার মা। নির্ভয়ার মা আশাদেবী বলেন, 'একজন মহিলা হয়ে মমতা যদি এই ধরনের মন্তব্য করেন, তা তাঁর মুখ্যমন্ত্রী পদের সঙ্গে মানানসই নয়। ধর্ষণ নিয়ে এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশাতীত নয়' বলেও মন্তব্য করেন নির্ভয়ার মা। এমনকী, 'মুখ্যমন্ত্রী পদ তাঁর জন্য নয়' বলেও মন্তব্য করেন নির্ভয়ার মা আশাদেবী (Nirbhaya’s Mother)।
সোমবার হাঁসখালিকাণ্ডে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েটির মৃত্যুর পরপরই কেন অভিযোগ দায়ের করা হল না? ৫ তারিখে মেয়েটি মারা গিয়েছে। ৫ তারিখে কেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল না? ১০ তারিখে কেন অভিযোগ দায়ের করা হল বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েটির মৃত্যুর পর দেহ পুড়িয়ে দেওয়া হল। তিনি যতদূর জানতে পেরেছেন, 'মেয়েটির লভ অ্যাফেয়ার' ছিল। বাড়ির লোকেরাও জানত। পাড়ার লোকেরাও জানত। এটা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নয় যে লভ জিহাদ নিয়ে কথা হবে। যদি কেউ অভিযুক্ত হয়, তাহলে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনও রং দেখা হচ্ছে না বলে মন্তব্য করেন মমতা।
আরও পড়ুন: Hanskhali: 'দুঃখজনক ঘটনা, কোনওভাবেই বরদাস্ত নয়', হাঁসখালিকাণ্ডে বললেন মহুয়া মৈত্র
হাঁসখালিকাণ্ডে ওই মন্তব্যের পর থেকেই মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজের বিভিন্ন অংশে সমালোচনার ঝড় ওঠে।