দীর্ঘ অপেক্ষার অবসান, কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র মিলতেই সবুজ অ্যানাকোন্ডা নিতে চেন্নাই যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা (The Alipore Zoological Garden) র প্রতিনিধিরা। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক (Madras Crocodile Bank Trust and Centre for Herpetology) থেকে তাদের নিয়ে আসা হবে। বিনিময়ে আলিপুর দেবে শাঁখামুটি সাপ। শুক্রবার চিড়িয়াখানা সূত্রে এ খবর জানা গিয়েছে।
আমাজনের দৈত্য অ্যানাকোন্ডা। হলুদ অ্যানাকোন্ডার থেকে সবুজ অ্যানাকোন্ডা আরও বড়। বেশ কয়েক বছর ধরে তার খোঁজ চলছিল। সন্ধান পেতে বিদেশেরও দ্বারস্থ হয়েছিল। কেউ হদিশ দিতে পারছিল না। তবে হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা। কেন্দ্রীয় জু অথরিটি (Central Zoo Authority) ছাড়পত্র দিয়ে পাঠিয়েছে। আগামী সপ্তাহে রওনা দেবে চিড়িয়াখানার একটি দল।দেশের একমাত্র মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে রয়েছে সবুজ অ্যানাকোন্ডা। আলিপুরে হলুদ অ্যানাকোন্ডাও সেখান থেকেই নিয়ে আসা হয়েছিল। তাই সবুজ অ্যানাকোন্ডা চেয়ে প্রথমে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেরই দ্বারস্থ হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রথমে তারা রাজি হয়নি। খালি হাতে আলিপুরকে ফিরিয়ে দিয়েছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আলিপুরকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয় তারা।
কলকাতায় এবার আসতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা। চলতি মাসেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে সেটিকে কলকাতায় আনবে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। pic.twitter.com/n8WxxahLZJ
— Akashvani Kolkata (@airnews_kolkata) July 7, 2025