Photo Source: Twitter

কলকাতা, ২২ ডিসেম্বর: শঙ্খ ঘোষ(Sankha Ghosh)কে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জনদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। বুধবার সকালে হাসপাতালে যান তিনি। কবি শঙ্খ ঘোষ এবং তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। হাসপাতালের ভিতরে মিনিট ১৫ কথাও বলেন রাজ্যপাল। পরে টুইট করে সেকথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শঙ্খ ঘোষের সঙ্গে ছবিও শেয়ার করেন রাজ্যপাল। কবির দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন কবি। তবে আরও বেশ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

গত মঙ্গলবার শ্বাসনালী সংক্রমণ নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্খ ঘোষকে। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে ঘরেই বন্দি ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার বাড়ির মধ্যে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই বুধবার সকালে স্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনখড়। কবি শঙ্খ ঘোষের পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। কথা বলেন শঙ্খ ঘোষের মেয়ে এবং জামাইয়ের সঙ্গেও। আরও পড়ুন: Mamata Banerjee Plays Khanjani: দার্জিলিংয়ে খঞ্জনি বাজিয়ে পথ হাঁটলেন মমতা ব্যানার্জি, 'ক্যা-ক্যা-ছি-ছি' বলল পাহাড়ও

বুধবার শঙ্খ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করার পর টুইটে রাজ্যপাল বলেন,'পদ্মভূষণ পেয়েছিলেন শঙ্খ ঘোষ। শ্বাসনালী সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখন অনেকটাই ভাল আছেন তিনি। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলাম। ওনার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে কথা হয়। ২০১৬-তে জ্ঞানপীঠও পেয়েছিলেন তিনি। ১৯৭৭-তে সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিলেন। একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি।'

অন্যদিকে কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষের দ্রুত আরোগ্য কামনা করলেন বামপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। আজ বিকেলে বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে শঙ্খ ঘোষের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সুজন চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি। সুস্থ হয়ে শঙ্খ ঘোষ দ্রুত কর্ম জীবনে ফিরে আসুন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে এমনটাই বললেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী।