Jagdeep Dhankhar to Mamata Banerjee: 'কেন্দ্রের সঙ্গে সহায়তা করুন', মমতা ব্যানার্জিকে ফের টুইট বার্তা রাজ্যপালের
রাজ্যপাল জগদীপ ধনখর (Photo: Facebook)

কলকাতা, ২১ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে (CM Mamata Banerjee) আবার টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতা করার বার্তা দিয়েছেন তিনি। গতকাল মমতা ব্যানার্জির কাছে এই আর্জি জানিয়েটুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল আগে থেকে না জানিয়ে আন্তঃমন্ত্রক দলের রাজ্যে প্রবেশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার রাজ্যপাল টুইটে লেখেন, 'সবার কাছে আমার আবেদন, করোনা মোকাবিলায় মমতা ব্যানার্জির সরকারকে সাহায্য করুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ, মানুষের দুর্দশা কাটাতে কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতা করুন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা করা এবং বিতর্কে না-জড়ানোটা বাধ্যতামূলক।' আরও পড়ুন,করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, টুইটারে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির

রাজ্য সরকারের মতামত না-জেনে সোমবার বাংলার করোনা-পরিস্থিতি খতিয়ে দেখতে আসে কেন্দ্রের প্রতিনিধিদল। ‘প্রোটোকল’ মেনে রাজ্যের সাহায্য না-চেয়ে সেই কেন্দ্রীয় পরিদর্শকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাহায্য নিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন বলে অভিযোগ। এমনকী, সেই কেন্দ্রীয় দল যে আসছে, তা মুখ্যমন্ত্রীকে বেলা একটায় ফোন করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সকাল ১০ টা ১০ মিনিটেই ওই কেন্দ্রীয় পরিদর্শক দল কলকাতা পৌঁছন। আরেকটি দল জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন।

কেন্দ্রের এই আচরণকে ‘একতরফা এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী' বলে অসন্তোষ জানান মুখ্যমন্ত্রী। প্রথমে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে টুইটারে, তারপর প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। যদিও তরজার জল অনেক দূর গড়িয়ে যাওয়ার পর রাজ্য প্রশাসনের মনোভাব বুঝে বিকেলে নবান্নে এসে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন ওই কেন্দ্রীয় পরিদর্শক দলের কয়েকজন সদস্য। এর আগে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্রীয় দলটির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও তিনি বলেন, ‘আমরা করোনার বিরুদ্ধে লড়ছি। কেন্দ্র-রাজ্য সংঘাতের কোনও ব্যাপার নেই।’ তিনি আরও বলেন, ‘ওঁরা তো নিজেদের সার্কুলার নিজেরাই লঙ্ঘন করেছে। এ ভাবে আমাদের না-জানিয়ে পরিস্থিতি দেখতে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’