Gold (Photo Credits: Pixabay)

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেল। নজির গড়ে সর্বকালীন শিখরে সোনার দাম (Gold Rate)। যে ভয়টা ছিল সেটাই সত্যি হল এবার। শেষমেশ কলকাতার বাজারে সোনালী ধাতু পার করল ১ লাখের গণ্ডি। চলতি বছরের শুরু থেকে যে হারে লাফিয়ে সোনার দাম (Gold Price) বৃদ্ধি ঘটছিল, তাতে শীঘ্রই তা লক্ষ টাকার মাপকাঠি পার করবে সেই আশঙ্কাই করেছিলেন সবাই।

যত সময় গড়াচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে সোনার গয়না (Gold Jeweller)। কেনার শখ হলেও দাম শুনে হাতে লাগছে 'সোনালী ছ্যাঁকা'। সোনার গয়না পরে বিয়ে যেন এখন অলীক স্বপ্ন। মূল্যবৃদ্ধির জেরে একেই মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা তার উপর সোনার এমন চড়া দাম শুনে ক্রেতাদের ভিমরি খাওয়ার জো। সোনার দাম লক্ষ টাকা ছোঁয়ায় এবার দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরাও। সামনেই অক্ষয় তৃতীয়া এছাড়াও রয়েছে বিয়ের ভরা মরশুম। সোনার গয়নাগাটি কেনার মোক্ষম সিজিন। এই সময়ে দাঁড়িয়ে সোনালী ধাতু এমন বহুমূল্য চেহারা ধারণ করায় অনেকেই তা কেনা থেকে পিছু হটছেন।

কলকাতার বাজারে ১ লক্ষ ছুঁল সোনার দামঃ

আজ সোমবার কলকাতার বাজারে ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৯৭,৩০০ টাকা। জিএসটি যোগ করে তা হয়েছে ১,০০,২১৯ টাকা। সোনার গয়না বানানো হয় ২২ ক্যারাট সোনা দিয়ে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ৯২,৪৫০ টাকা। জিএসটি যোগে তা হয়েছে ৯৫,২২৩.৫০ টাকা। হিসাব বলছে, এক বছরে সোনার দাম ২৩,৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

এমনটা চলতে থাকলে কিছু দিনের মধ্যে ২২ ক্যারাট হলমার্ক সোনার দামও যে লক্ষ টাকার গণ্ডি পার করবে সেই আশঙ্কাই করছে কলকাতাবাসী।