President Murmu (Photo Credit: Xairnews_kolkata)

Ashim Kumar Ghosh: বাংলার আরও প্রাক্তন বিজেপি সভাপতিকে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হল। তথাগত রায়ের পর আরও এক বঙ্গ বিজেপি সভাপতিকে দেখা যাবে রাজভবনে। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত বঙ্গ বিজেপি সভাপতির দায়িত্ব সামলানো অধ্যাপক অসীম কুমার ঘোষ-কে হরিয়ানার রাজ্যপাল ( Haryana Governor) হিসেবে ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটা সময় অধ্যাপক অসীম ঘোষকেই বঙ্গে বিজেপির একমাত্র বুদ্ধিজীবী মুখ হিসাবে দেখা হত। বাম জমানায় বিজেপি সভাপতি থেকে লড়াইয়ের চেষ্টার পুরস্কারটা এতদিনে পেলেন অসীম ঘোষ। এমনটাই বলছেন বঙ্গ বিজেপির নেতা কর্মীরা। ২০১৩ লোকসভা উপনির্বাচনে হাওড়া থেকে অসীম ঘোষকে প্রার্থী করা হলেও, শেষ মূহর্তে প্রার্থীপদ প্রত্যাহার করা হয়। হরিয়ানা গত ১১ বছর ধরে বিজেপির সরকার চলছে। সেখানে এখন মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি।

তপন সিকদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর অসীম ঘোষকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেন বাজপেয়ী-আদবাণীরা

অটল বিহারী বাজপেয়ীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় তপন সিকদার মন্ত্রী হওয়ার পর রাজ্য বিজেপি সভাপতির পদ ছাড়েন। এরপরই তপন সিকদারের জায়গায় বাজপেয়ী-আদবানীরা অধ্যাপক অসীম ঘোষকে বঙ্গ বিজেপির দায়িত্ব দেন। তাঁর আমলে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বঙ্গ বিজেপির সম্পর্ক দারুণ হয়, বাম বিরোধী আন্দোলনও অসীম ঘোষের নেতৃত্বে বাংলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠে। ২০০২ সালের অসীম ঘোষের পর বঙ্গ বিজেপির সভাপতি হন তথাগত রায়।

ত্রিপুরা ও মেঘালয় মিলিয়ে মোট ৬ বছর রাজ্যপাল ছিলেন তথাগত রায়

এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy) ২০১৫ সাল থেকে ২০১৮ ত্রিপুরা ও ২০১৮ থেকে তিন বছর মেঘালয়ের রাজ্যপাল ছিলেন।

অসীম ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

গোয়ার রাজ্যপাল হলেন অশোক গজপতি রাজু

এদিকে, হরিয়ানার পাশাপাশি গোয়ায় নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হল। গোয়ায় রাজ্যপাল হচ্ছেন পুসাপতি অশোক গজপতি রাজু। লাদাখে লেফটনেন্ট গর্ভনর হচ্ছে কবিন্দর গুপ্ত।