বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ৭ সেপ্টেম্বর: Buddhadeb Bhattacharjee admitted to hospital- প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আলিপুরের এক বেসরকারী হাসপাতালের ICU-তে ভর্তি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে মমতা জানান, ''আপাতত উনি স্থিতিশীল রয়েছেন। একটু চিন্তা ছিল। অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। উনি উঠে বসেছেন বলে শুনলাম। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এটাই প্রার্থনা করছি। চিকিত্সকরা পুরোটা বলতে পারবেন। যখন নিয়ে আসা হয়েছিল, তার থেকে অনেকটা বেটার আছেন।''

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে  হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তাই রক্ত দিতে হবে। বলে জানান মুখ্যমন্ত্রী। ''পূর্বসূরি বুদ্ধদেব ভট্টাচার্য প্রবল শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘণ্টা পরেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুদ্ধদেব ভট্টাচার্যের পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিম তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়ার আলিপুরের বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন-বিধানসভায় শাসক- বিরোধী দলের হাতাহাতি সামাল দিতে ওয়েলে এলেন মমতা ব্যানার্জি

আইটিইউ-এর ৫১৬ নম্বর বেডে ভর্তি আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ কয়েক মাস ধরেই তাঁর শরীর একেবারে ভাল ছিল না। ক দিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর বাড়ি গিয়ে দেখে এসেছিলেন। বুদ্ধদেবের  শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন সিপিএম নেতা মহম্মদ  সেলিম।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শ্বাসকষ্ট আগের তুলনায় একটু কমেছে। তাঁর শারীরিক পরিস্থিতি একটু স্থিতিশীল। আলিপুরের বেসরকারী এই হাসপাতালে পাঁচ জনের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁরাই বুদ্ধবাবুর শারীরিক পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন।