কলকাতাঃ মঙ্গলবার সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুনে পুড়ে ছাই উল্টোডাঙার (Ultadanga) ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানা। জানা গিয়েছে, এদিন ভোর ৫ টা নাগাদ প্লাই তৈরির এই কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের খবর, দমকল বাহিনী (Fire Service) দেরি করে আসায় আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় শুকনো কাঠ মজুত ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের গেঞ্জির কারখানাকেও গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খালি করে দেওয়া হয়েছে কারখানা সংলগ্ন বাড়িঘর। টিনের ছাউনি সরিয়ে চলছে আগুন নেভানোর কাজ। দমকল বাহিনীর সঙ্গে হাত লাগিয়েছেন এলাকাবাসীরাও। তবে খবর দেওয়া সত্ত্বেও সঠিক সময়ে এসে পোঁছয়নি দমকল বাহিনী, এমনটাই অভিযোগ এনেছেন স্থানীয়রা। এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।
STORY | Fire at godown in #Kolkata, no one injured
READ: https://t.co/nKd5BM4FNl pic.twitter.com/PVD5BZVJfY
— Press Trust of India (@PTI_News) August 6, 2024