আবারও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার দক্ষিণ কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের (Hungerford Street) একটি বহুতলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ৮টি দমকলে ইঞ্জিন পৌঁছেছে। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এই বহুতল থেকে কিছুটা দূরেই একটি স্কুল রয়েছে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকল বাহিনী। যদিও আগুন কীভাবে লাগল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ওই বহুতলে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

বহুতলে থাকেন বয়স্ক বাসিন্দারা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে ৯ হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলের আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন কয়েকজন। তারপরেই দমকলে খবর দেওয়া হয়। প্রথমে ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারপর আরও দুটি ইঞ্জিন ওই জায়গায় যায়। সেই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছেছে। জানা যাচ্ছে, ওই আবাসনে অনেক বয়স্ক মানুষ রয়েছে, ফলে তাঁদের উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

দেখুন ভিডিয়ো