ফের অগ্নিকাণ্ড কলকাতায়! এবার আগুন লাগল আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকানও। বৃহস্পতিবার সকালে আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। কী কারণে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে ভিতরে প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এই প্রিন্টিং প্রেসের সামনে সারিবদ্ধ দোকান। আতঙ্কে ব্যবসায়ীরা।
আমহার্স্ট স্ট্রিট এর ছাপাখানায় আগুন
আমহার্স্ট স্ট্রিটে ছাপাখানায় আগুন। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে।
🔴 প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব খবর 📲LIVE দেখতে ক্লিক করুন 👉 https://t.co/fMxouWexWI
.
.
.
.
— Republic Bangla (@BanglaRepublic) October 23, 2025
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানগুলিও।
চলছে আগুন নেভানোর কাজ-
আমহার্স্ট স্ট্রিটে ছাপাখানায় আগুন। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন
🔴 প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব খবর 📲LIVE দেখতে ক্লিক করুন 👉 https://t.co/fMxouWf5Mg
.
.
.
.#Fire #Kolkata… pic.twitter.com/DSVvjtkoB7
— Republic Bangla (@BanglaRepublic) October 23, 2025
বৃহস্পতিবার মধ্যরাতে কলকাতার চিত্তরঞ্জন এভিনিউতেও আগুন লাগার খবর পাওয়া যায়। দমকল সূত্রে খবর একটি চামড়ার জিনিস তৈরীর কারখানা ও দোকানে আগুন লাগে রাত তিনটে নাগাদ। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ভোর পাঁচটা পনেরো নাগাদ দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।তবে হতাহতের খবর নেই। কারখানা ও বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Devastating fire erupts at Chittaranjan Avenue in Central Kolkata. Firefighters rushed to the spot with multiple engines, no casualties have been confirmed yet#Kolkata #FIRE #FireAccident #westbengal #WestBengalNews #central #avenue #TaazaTV pic.twitter.com/PsQ1OVDTNP
— Taaza TV (@taazatv) October 23, 2025